Saturday, December 14, 2019

কবিতা: পরগাছার বৃক্ষছেদন >>> মিনহাজউদ্দিন মন্ডল

দ্বাদশ শতকে, বহু রাজ দীপ, জ্বলে উঠে ভারতের।
সেই অতি আলোক উজ্জ্বলতা, বর্হিদস্যুরা পায় টের।
লোভাতুর দস্যু ছুটে আসে লোভে,রত্ন করিতে লোপাট।
আরব দস্যু বার বার ভাঙ্গে, ভারতবাসীর কপাট।
হয় লুণ্ঠিত নানা রাজবাড়ি, খ্যাতনামা সব দেউল।  
লুঠ কর্ম 'জাত পেশাদারী',যেন অহী ধ্বংসী নেউল।
ঐ দেশ দলপতিরা লুণ্ঠন করে ভারত মাঝে এসে।
(পরে)ঐ দস্যু রাজ মানুষ গুলো, সব ন্যায় পরায়ন বেশে।
কতনা মানুষের নিয়ে গেছে প্রাণ লুটিতে এসে রত্ন।
নিজ দেশে বীর বিক্রম, সেই দস্যু রাজের কত যত্ন।
কয়েক শতাব্দী ধরে তস্কররা করেছে কত তাণ্ডব।
ভেঙ্গেছে প্রাসাদ, ভেঙ্গেছে দেউল, ধ্বংস করেছে সব।, 
লুটিতে লুটিতে লুটেরা পার্টি, অনেকে রয় অধি আশে।
 মেরে ধরে হয় ভারতবাসী, সেনা শক্তির উল্লাসে।
ঐ দস্যু তারাও আজ ভারতবাসী,কেউ ভাঙ্গিছে ঘাড়।
কেউ রয়েছে পরগাছা রূপে শিখেনি শিষ্টাচার।
মুষ্টিমেয়  হয়েছে  সুজন, এই ভারত অন্তরে এসে।
তাঁদের সুচারু চলনে,পরগাছারা অট্টহাস্য  হাসে।
তুমি যেখানে থাক, যেথায় থাক, হওগো বিবেকবান।
এই ভারতই তোমার মাতা,তোমার মঙ্গল অঙ্গন। 
ভারতীয় হও মনে প্রাণে,আচারে বিচারে সর্বস্থানে।
তব শিরে লাগুক পালক,সবাই দেখুক সুনয়নে।
তব পড়শী পর করিয়া কেন গাহিছ পরের গান?
যারা ভারত মাতৃ বক্ষে হানিছে বার বার বিষ বাণ। 
এ মাঠের শষ্য, মুক্ত পবন,,করেছ মাতৃ সুধা পান।
তবুও তুমি তোমার মাতৃগৃহের করিছ অসম্মান।
পরগাছা রয় যে গাছের ডালে, সে গাছ-ই তার প্রাণ।
সেই গাছ কাটিতে উদ্যত তুমি ওরে দূর্বোধ  সন্তান।
অস্তিত্ব তোমার সেই বৃক্ষ প্রাণে যাহাতে জড়িয়ে তুমি। 
তাহার অঙ্গে করিছ আঘাত,হবে জীবন  মরুভূমি।

No comments:

Post a Comment