সাপের খাওয়া শেষে,
পরে থাকে শামুকের খোলসটা,
এমন এক সমাজে
পরিনত হয়েছে পুরো সমাজটা।
বাঘের খাওয়া শেষে,
পরে থাকে হরিণের হাড়ক'টা,
এমন এক সমাজে
পরিনত হয়েছে পুরো সমাজটা।
মানুষের খাওয়া শেষে
ভুলেও রাখেনা খাওয়ার চিহ্নটা,
এমনই এক সমাজে
পরিনত হয়েছে পুরো সমাজটা।
মানুষতো যেনো ভুলেগেছে
মানুষ আর পশুদের পার্থক্যটা,
এমনই এক সমাজে
পরিনত হয়েছে পুরো সমাজটা।
সামাজিকতার বালাই নেই
পুরোপুরি খাদ্য শৃঙ্খল এ'সমাজটা
এমনই এক সমাজে
পরিনত হয়েছে পুরো সমাজটা।
No comments:
Post a Comment