¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
মিনহাজউদ্দিন মন্ডল
মা কুমারী তবুও গর্ভে
জন্ম যীশুর ঐশবলে,
শুন্য হোতে এলো জ্যোতি
জন্ম নিল আস্তাবলে!
মাতা মেরী পিতা যোসেফ
জেরুজালেমের বেৎলেহেমে,
আলোর রোশনি ভাসিয়ে দিল
পাপ বিচরণ গেল থেমে।
দূরদূরান্তের প্রান্ত থেকে
দেখতে এলো দলে দলে,
মা কুমারী তবুও গর্ভে
জন্ম যীশুর ঐশবলে!
ঈশ্বর পূত্রের প্রেমের বাণী
প্রচার যেন মন্ত্রবলে,
মা কুমারী তবুও গর্ভে
জন্ম যীশুর ঐশবলে !!
-------☆------
No comments:
Post a Comment