Monday, December 9, 2019

কবিতা : স্বপ্নের দেশে

                কবি- মিনহাজউদ্দিন মন্ডল

আমি হবো ভোরের পাখি
মিষ্টি গানের সুরে,
কুহুকুহু ডালে ডেকে
যাবো অনেক দূরে।

দূরে গিয়ে ছন্দ তুলে
বলি ছড়ার পালা,
পথ হারিয়ে বনে বনে
নিয়ে বকুল মালা!

চন্দ্র দেশে যাবো আমি
কে যাবি ভাই সাথে,
সন্ধ্যা হলে চলে এসো
আমার বাড়ির পথে।

সূর্য মামা হাঁক পারিলে
আসবো চলে বেগে,
শীতের মাঝে মামা তখন
ওঠবে রেগে-মেগে!

গল্প হলো অনেক সময়
গল্প রাজার দেশে,
ঘুমের দেশে ছিলাম বুঝি
ঘুমের রাজা বেশে!

No comments:

Post a Comment