Monday, December 9, 2019

কবিতা : ভেজাল

                         কবি- মিনহাজউদ্দিন মন্ডল

 ভেজালে ভেজালে দেখ
 ভরে গেছে দেশটা,
 যত চলে অভিযান
 রয়ে যায় রেশটা ।

 চাল-ডাল-তেলে ভেজাল
 নুন-চিনি-মুড়িতে,
 ঔষধ-পথ্যে ভেজাল
 সিঙ্গারা – পুড়িতে।

 ফল-মূল সবই ভেজাল
 দুধ-শিশু খাদ্যে,
 দেখ কিযে কান্ড-
 ভেজাল গান-বাদ্দ্যে!

 ছানা-দই-মিস্টি আর
 ভেজাল রুপা-সোনাতে,
 নতুন এক ভেজাল এলো
 চন্দ্রের দিন ক্ষণ গোনাতে।

 নেতা-নেত্রী সবই ভেজাল
 ভেজাল সব মতাদর্শ,
 দল কানা সব কর্মী সমর্থক
 জানেনা দলের কি আদর্শ !

 তন্ত্রে মন্ত্রে ভেজাল
 এমনকি শিক্ষক – ছাত্রে,
 বিয়েতে পাত্রী ভেজাল
 ভেজাল আছে পাত্রে।

 ভেজাল আছে কান্নায়
 আর হাসাহাসিতে,
 ভেজাল আছে আজকাল
 ভালোবাসাবাসিতে ।

 আজকের সংসার
 ভেজালেতে ভরপুর,
 দেহ একই বিছানায়
 মন রয় বহুদূর ।

 জনে আর মনে ভেজাল
 ভেজাল ভালোবাসাতে,
 এভাবেই বেঁচেথাকা
 এতটুকু আশাতে ! 
           ---------
 প্রকাশকাল: ২২/০৫/২০১৯

No comments:

Post a Comment