পড়ে ক্লাস এইটে
গাঁয়ের বিদ্যালয় ,
টিফিনের টাকা ওরা
প্রতিদিন জমায় ।
চল্লিশ জনে মিলে
বাঁধিয়াছে জোট ,
দশ টাকা দান করে
খুশিতে লাল ঠোট ।
চল্লিশ দিনের মাথায়
হিসাব নিকাশ করে ,
ষোলো হাজার টাকা হলো
হাসির ঝলক মারে ।
বছরে নবম বারে
হিসাব করে দেখে ,
এক লক্ষ চুয়াল্লিশ হাজার
দশ টাকা রেখে ।
বছরে আরো বাকি
পাঁচ দিন থাকে ,
মিলন মেলা করতে তারা
পাঁচ দিন রাখে ।
করিম চাচার পরিবারটা
বড় অসহায় ,
বিদ্যালয় অনুষ্ঠান করে
অটো কিনে দেয় ।
অন্যসব শ্রেণী গুলি
অনুকরণ করে ,
ছাত্রছাত্রী সবাই মিলে
গাঁয়ের সেবা করে ।
কখনও রোগির সেবা
কারও বাসস্থান ,
সেবা দিয়ে চলছে ওরা
বুঝে অবস্থান ।
খবর ছড়িয়ে পড়ে
থানা-জেলা জুড়ে ,
অধিকাংশ বিদ্যালয়
সেই পথ ধরে ।
দেখাদেখি গড়ে ওঠে
আরও সংগঠন ,
গাঁয়ের যুবক গণে
সেবায় দিলো মন ।
কৃষক শ্রমিকেরা
দেখে সেই ফল,
ওরাও চল্লিশ মিলে
বাঁধিয়াছে দল ।
পাঁচজন নেতা ওরা
দলে আট জন ,
পাঁচ আটা চল্লিশে
করে সংগঠন ।
জিজ্ঞাসিলে ওদের কাছে
চল্লিশের কারন ,
চল্লিশে সফল সৃষ্টি
জ্ঞানীদের বচন ।
মানবতার সেবক ওরা
ওরাই গড়বে দেশ ,
নেতা হওয়া নয় জরুরী
সেবা করাই বেশ ।
minhaj da vary nice
ReplyDelete