জন্মদানে মাতা-পিতা
মানুষ করেন শিক্ষাগুরু,
অ আ ক খ হাতেখড়ি
শিক্ষকেরই হাতে শুরু।
গুরুর মনে আঘাত দিলে
ভাগ্যচাকা কষ্ট আঁকে,
অভিশপ্ত জীবন ঘরে
দুখ-আঁধারে জনম ঢাকে।
শিক্ষাগুরুর ভালোবাসা
রাখবে পেতে ভক্তি অগাধ,
সর্বশ্রেষ্ঠ জীবন পাবে
পুণ্যশীতল আলো অবাধ।
মাতাপিতার আদর-শাসন
শিক্ষাগুরুর হৃদাসনে,
অশেষ যত্নে শিক্ষা দিতে
সফলচেষ্টা গভীর মনে।
শিক্ষার্থী তার শিক্ষাগুরুর
মানলে বাক্য মন্ত্রসম,
কুসুমকান্তি জীবনখানি
দূরে যাবে সন্ধ্যা-তম!
No comments:
Post a Comment