আখেরাতের ভয় থাকলে,
সিসি ক্যামেরা লাগেনা৷
ছেলে মেয়ে একত্র হলেও,
প্রেম পিয়াসা জাগেনা৷
সোনা রুপা পরে থাকলেও,
হাত দিয়ে কেউ ধরেনা৷
রাতের আঁধারে খালি ঘরে,
কেউ তো ঢুকে পরেনা৷
আখেরাতের ভয় থাকলে,
সিসি ক্যামেরা লাগেনা৷
দোকান থেকে চুপিসারে,
মাল নিয়ে কেউ ভাগেনা৷
অন্যের জমির আইল ভাই,
ভুলেও কেউ ঠেলেনা৷
না বলে কারো গাছের ফল,
কেউতো খেয়ে ফেলেনা৷
আখেরাতের ভয় থাকলে,
অফিস ফাঁকি কেউ দেয়না৷
ফাইল পত্র আটকে রেখে,
ঘুষতো তো কেউ নেয়না৷
আখেরাতের ভয় থাকলে,
ডাকাতি কেউ করেনা৷
হালাল রুজি খায় সবাই,
হারামের ধার ধারেনা৷
সিসি ক্যামেরা লাগিয়ে তো,
মনের রোগ ভাই সারেনা৷
সিসি ক্যামেরা চলছে ঠিকই,
মানুষ তো ভাই শুধরেনা৷
আখেরাতের ভয় থাকুক,
কিছু লোকে চায়না৷
সমাজ থেকে তাইতো এখন,
ঘুষ দূর্নীতি যায়না৷
26/12/2019
No comments:
Post a Comment