O dear!
While you love yourself,
l love you,
Would you please tell me
Which one is better view?
If you listen to me
I'll explain my view,
Then I'll give you time
To explain your view.
You love one
I love two,
I am better
As I tell you.
Do you want to
See you less active,
Love me and become the same
By changing your motive.
হে প্রিয়!
তুমি তোমাকে ভালোবাসো
আর আমি ভালোবাসি তোমাকে।
দয়া করে বলবে
ভালো প্রেমি বলবে কাকে?
যদি তুমি আমার কথা শোনো,
আমার দৃষ্টি ভঙ্গি ব্যাখা করবো,
তারপর সময় দিয়ে
তোমার কথাও শোনবো।
তুমি ভালোবাসো একজনকে
আর দুজনকে ভালোবাসি আমি,
তাহলে আমিই ভালো
যেমনটা বুঝলে তুমি।
তোমাকে কি তুমি
ছোট দেখতে চাও,
আমাকে ভালোবেসে
সমান সমান হয়ে যাও।
No comments:
Post a Comment