বৃদ্ধ বলে যাকে তুমি
করে যাচ্ছ অবহেলা,
একদিন তুমিও বৃদ্ধ হবে
বুঝবে তাদের জ্বালা।
বৃদ্ধ সে তো কারো পিতা
কারো বা বড় ভাই।
তবুও কেন আজকে তাদের
মিলছে না কোথাও ঠাঁই?
বৃদ্ধাশ্রমে তাদের কেন
রাখতে হয় বলো,
তাকেই কীভাবে ভুলো
যে তোমাকে জন্ম দিলো?
যে তোমাকে করেছে মানুষ
দিয়েছে জীবন গড়ে,
তাকেই তুমি পর করলে
যাতনায় দিলে ভরে।
কে করে তোমায় বেশি দোয়া
ভেবে দেখেছো কভু?
তবু ও কেন তাঁর জীবন
আজ জ্বলছে নিভু নিভু?
আজকে তুমি তাকে ছেড়ে
কীভাবে করছ বাস?
কীভাবে তুমি অন্ন গিলছো
করে তার সর্বনাশ।
তোমার ও তো বাড়ছে বয়স
সে খেয়াল আছে কি?
বৃদ্ধ হতে কদিন বাকি,
আর দিও না কর্তব্যে ফাঁকি।
মা-বাবাকে ভালোবেসে
দাও সন্তানকে শিক্ষা।
সে তোমায় বাসবে ভালো
লাগবে না কোন দীক্ষা।
তাই বাবামাকে দাও তাদের প্রাপ্য
করে যাও বৃদ্ধদের যতন,
বিধাতাই খুলে দিবে তোমার ভাগ্য
তবেই পাবে তুমি সুন্দর জীবন।
No comments:
Post a Comment