মিনহাজউদ্দিন মন্ডল
হে মানব সন্তান,
হে সৃষ্টির সেরা জীব,
ক্রমেই নেমে যাচ্ছ নিচে,
চোখ খোল ভীরু ক্লীব।
হে শ্রেষ্ট মানব সন্তান
আজ হারিয়ে মানবতা,
পশুত্বের করিছো লালন
চারদিকে পাশবিকতা।
ত্যাজিয়েছ সততা আর
সত্যের বাণী,
তাই পশুর মতই শুধু
করো হানাহানি।
ওরে বেখেয়াল বেখবর
তোমরা জাগ্রত হও,
সময়ের সাথে তাল রেখে
দ্রুত সম্মুখে বও।
জাগে বিস্ময়! কেমনে
ভুলে আছো নিজেকে,
কখন হবে চেতন জাগাবে
সবারে ডেকে ডেকে।
তুমি আগে জেগে উঠো,
জাগবে সকলি,
পশুদের হাতে আর হবেনা
মনুষত্বের বলী।
জ্বালো, জ্বালো
মানবতার আলো,
চারিধারে ছেয়ে গেছে
আধাঁরের কালো।
মানবতার গাও জয়গান,
হে সৃষ্টির সেরা জাতি,
নীরবে সহিওনা পশুর পীড়ন,
আঘাত নিয়োনা মাথা পাতি।
গর্জে ওঠ, ধরো হাতিয়ার,
হে মানব সন্তান,
পশুতে করিছে আজ
মানুষের রক্ত পান।
জাগাও শীর উচু কর
বাহু দুইখান,
মিথ্যে সভ্যতার আড়ে লুকিয়েছে
পশু শয়তান।
আজ কালোথাবা
হানিতেছে দেশে দেশে,
আজ খুঁজে বের করো,
লুকানো কোন ছদ্মবেশে।
হয়তো তোমার ভাইয়ের রূপ ধরে
তোমাতেই আছে মিশে,
ঐ পাপাত্মারে বলী দাও,
খর্ব করো এক নিমিষে।
জ্বালিয়ে পুড়িয়ে দাও
গোপন আস্তানা,
লিখে রাখো পশুদের
অজানা ঠিকানা।
No comments:
Post a Comment