(মিনহাজউদ্দিন মন্ডল)
এই দুনিয়ায়, যারা সংখ্যায়
আছে কিছু কম।
তাদের উপর, জীবন ভর
চলে নির্বাচন।
তারা সংখ্যালঘু,বলে কভু
পায়না কোন দাম।
জীবন ভর, খায় লাথি চড়
তাদের বিধি বাম।
নেতারা সকল,ভোটের পাগল
ভোট যাদের বেশি।
তাদের সবার,নেয় যে খবর
ডেকে মাসি পিসি।
যদি ভাল ভাগ্য, হবার যোগ্য
চাও নিজেরা হতে।
যতো পারো, ভোটার করো
নিজ স্বজাতিতে।
জন্ম নিয়ন্ত্রন,করে বর্জন
ঘুচাও অভিশাপ।
থাকলে ভোটার,বেশি তোমার
ডাকবে সবে বাপ।
যদি সংখ্যালঘু,থেকে কভু
পেতে চাও অধিকার।
তোমার বেলায়,কাটবে হেলায়
সম্ভব নয় দিবার।
এই দুনিয়ায়,কোন জায়গায়
থেকো না সংখ্যালঘু।
যদি শিরদাড়া,তুমি করে খাড়া
বাঁচতে চাও কভু।
No comments:
Post a Comment