কবি- মিনহাজউদ্দিন মন্ডল
আমাদের রাষ্ট্রের
এই হোক মূলনীতি
থাকবেনা আর এ দেশে
কোনো ঘুস-দূর্নীতি।।
এই মূহুর্তে হোক
সকলেই সোচ্চার
অপরাধী-অপকর্মকারী
হয়না যেন পার।।
দূর্নীতির মূলোৎপাটন
করতেই হবে এবার
না হলে এ দেশটা হবে
দূর্নীতির ভাগার।।
অবৈধ সম্পদের পাহাড়
যারাই করেছে
মাথানত নিশ্চিত হোক
আইনের কাছে।।
অপকর্মের মূল হোতারা
সকলে হোক চিহ্নিত
তাদের মুখোশ খুলে দিতে
হতে হবে ঐক্যবদ্ধ।।
আমাদের রাষ্ট্রের
এই হোক মূলনীতি
থাকবেনা আর এ দেশে
কোনো ঘুস-দূর্নীতি।।
এই মূহুর্তে হোক
সকলেই সোচ্চার
অপরাধী-অপকর্মকারী
হয়না যেন পার।।
দূর্নীতির মূলোৎপাটন
করতেই হবে এবার
না হলে এ দেশটা হবে
দূর্নীতির ভাগার।।
অবৈধ সম্পদের পাহাড়
যারাই করেছে
মাথানত নিশ্চিত হোক
আইনের কাছে।।
অপকর্মের মূল হোতারা
সকলে হোক চিহ্নিত
তাদের মুখোশ খুলে দিতে
হতে হবে ঐক্যবদ্ধ।।
No comments:
Post a Comment