বিসমিল্লাহির রাহমানির রাহীম
*তোমরা ভ্রমণ করে তাঁর (আল্লাহর) অভিনব সৃষ্টিরাজি অবলোকন করো। [সূরা আনকাবুত : ২০*]
*ভ্রমণের উপকারিতা*
১. আত্মার প্রশান্তি দান ও মানসিক অবস্থার পরিবর্তন;
২. দেশের বিভিন্ন প্রান্ত ও স্থান সম্পর্কে ধারণা লাভ;
৩. মানুষের নানামুখী স্বভাব-চরিত্রের সাথে পরিচিত হওয়া;
৪. নতুন অভিজ্ঞতা অর্জন ও যোগ্যতার বিকাশ সাধন;
৫. মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক শক্তিশালীকরণ;
৬. সর্বোপরি সৃষ্টিজগৎ সম্পর্কে নানামুখী জ্ঞান অর্জন ইত্যাদি।
*যে ব্যাক্তি নেক কাম করবে সে পুরুষ হোক বা নারী, যদি সে ইমান দার হয় তাহলে তাকে পবিত্র জীবন দান করা হবে (সুরা নাহলঃ৯৭*)
*একজন মুসলিমের জন্য ভ্রমণকালীন বেশ কিছু করণীয়*
১. দোয়া পড়ে ভ্রমণে বের হওয়া।
২. ভ্রমণসঙ্গী তিনের অধিক হলে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির বানিয়ে তাকে অনুসরণ করা।
৩. সকাল-সন্ধ্যার দোয়াসহ অন্যান্য দোয়া কালাম যথাসময়ে যথাস’ানে পড়া।
৪. দূরের ভ্রমণে সালাত কসর করা।
৫. অন্যান্য ফরজ-ওয়াজিব, হুকুম-আহকাম পালন করা।
৬. যথাযথ পর্দা মেনে চলা।
৭. সুস’ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করা।
৮. ভ্রমণ বা দর্শনীয় স্থানের আইন-কানুন মেনে চলা ইত্যাদি।
*ভ্রমণে নিষিদ্ধ*
ভ্রমণকালে একজন মুসলিমকে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হয়। ইসলামের দৃষ্টিতে ভ্রমণের নিষিদ্ধ বিষয়গুলো হলো :
১. অশালীন, কুরুচিপূর্ণ ও দৈহিক আকৃতি প্রকাশ পায় এমন পোশাক পরিহার করা।
২. গাইরি মাহরাম [যার সাথে বিবাহ বৈধ] এর সাথে ভ্রমণ না করা।
৩. কোনো কিছুর অপচয় না করা।
৪. হারাম ও নিষিদ্ধ পর্যায়ে পড়ে এমন কথাবার্তা ও আচার-আচরণ পরিহার করা।
৫. জীবজন’, গাছপালা, ফুল-ফল বিনষ্ট না করা ইত্যাদি।
>>>>>>>>>>>>>>>>> Collected by MINHAJUDDIN MONDAL
Contact: *7797243129*
No comments:
Post a Comment