Friday, December 27, 2019

কবিতা : তিনটি উপদেশ >> মিনহাজউদ্দিন মন্ডল


শোনো তিন‌টি কথা
বল‌বো সকলের ত‌রে,
এগু‌লো ম‌নে রে‌খো
সারাটা জীবন ধ‌রে।

এক.
তোমার কাজ কখ‌নোই
কেউ দি‌বেনা ক‌রে,
আজ‌কের কাজটি তাই
রে‌খোনা কাল‌কের ত‌রে।

দুই.
আজ‌কের রাখা কাজ
কাল‌কে হ‌বে বোঝা,
সেই কাজ করা
কখ‌নোই হ‌বেনা সোজা।

তিন.
প্র‌তি‌ দি‌নের কাজ
ক‌রো ধৈর্য্য ধ‌রে,
ত‌বেই উন্ন‌তি ধন
আস‌বে তোমার ঘ‌রে।

No comments:

Post a Comment